ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

নতুন করে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ৫ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাশিয়ার তেল বিক্রির ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার পরও সরবরাহ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস।

ভিডিও কনফারেন্সে মন্ত্রী পর্যায়ে বৈঠক শেষে ওপেক প্লাস জানায়, তেল উৎপাদন ও সরবরাহে নতুন করে কোনো পরিবর্তন আনছে না তারা। 

পূর্বের নীতি অনুযায়ী, বৈশ্বিক বাজারে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল সরবরাহ নিশ্চিত করবে সৌদি ও রাশিয়া নেতৃত্বাধীন এ সংগঠনটি।

এদিকে, বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-সেভেন ও ইউরোপীয় ইউনিয়নের বেধে দেয়া রুশ তেলের দাম ৬০ ডলার কার্যকর হচ্ছে আজ থেকে। 

এ অবস্থায় বৈশ্বিক তেলের বাজারে নতুন করে অনিশ্চয়তা বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি