ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

পশ্চিমাদের বেঁধে দেওয়া দামে রাশিয়ার তেল কিনবে না চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া মূল্যে রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না চীন।

গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন এবং জি সেভেন রাশিয়ার তেলের জন্য মূল্যসীমা নির্ধারণ করে দেয়। খবর রয়টার্সের।

এসব দেশ সিদ্ধান্ত নেয়, রাশিয়া প্রতি ব্যারেল তেল ৬০ ডলারের বেশি দামে বিক্রি করতে পারবে না। এই দামের বেশি দিয়ে যদি কোনো দেশ তেল আমদানি করে তা হলে তাকে শাস্তির মুখে পড়তে হবে।

এ ছাড়া ইউরোপের দেশগুলো বলেছে- বেশি দামে কেনা রাশিয়ার তেল যেসব জাহাজে পরিবহন করা হবে সেগুলোর ইনস্যুরেন্স দেবে না তারা।

পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া নিজেদের ট্যাংকারে করে চীনকে এ তেল পৌঁছে দিচ্ছে।

তেল বিক্রির সংক্রান্ত তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান আরগুস মিডিয়া জানিয়েছে, জানুয়ারি মাসের জন্য চীন ৬৭.১১ ডলারে রাশিয়ার তেল বুকিং দিয়েছে।

চীন হচ্ছে এ মুহূর্তে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটি এখন পর্যন্ত জি সেভেন ও ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া মূল্য সমান মেনে চলার কোনো অঙ্গীকার করেনি। চীনা ব্যবসায়ীরা বলছেন, রাশিয়ার সঙ্গে তারা স্বাভাবিকভাবেই ব্যবসা করে যাচ্ছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি