ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনারা আমার সাথে যোগাযোগ করতে চায়: দালাই লামা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ১২ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

তিব্বতীয়দের আধ্যাত্মিক গুরু দালাই লামার সঙ্গে সাক্ষাত করতে চায় চীনারা। এমন দাবি করেছেন দালাই লামা নিজেই। দিল্লি ও লাদাখ সফরের আগে ধর্মশালায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন তিনি।

দালাই লামা বলেন, আমি কথা বলার জন্য সব সময় উন্মুক্ত। এখন চীনও বুঝতে পেরেছে যে তিব্বতের জনগণের চেতনা খুবই শক্তিশালী। তাই তিব্বতি সমস্যা মোকাবিলার জন্য তারা আমার সঙ্গে যোগাযোগ করতে চায়। আমিও প্রস্তুত।

চীনের সঙ্গে দালাই লামা আবারও আলোচনা শুরু করতে চান কিনা, এমন প্রশ্নের জবাবে তিব্বতীয়দের এই আধ্যাত্মিক গুরু বলেন, আমরা স্বাধীনতা চাই না, আমরা বহু বছর ধরে সিদ্ধান্ত নিয়েছি যে গণপ্রজাতন্ত্রী চীনের অংশ থাকব। এখন চীন পরিবর্তিত হচ্ছে। চায়নিজরা আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চায়।

সম্প্রতি দালাই লামা তার ৮৮তম জন্মদিন উদযাপনকালে তার বাসভবন সংলগ্ন ধর্মশালায় প্রধান তিব্বতি মন্দির পরিদর্শন করেন। সেসময় দালাই লামা বলেছিলেন, তিনি কারও ওপর রাগ করেননি। এমনকি সেই চীনা নেতাদেরও ওপরেও নয়, যারা তিব্বতের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করেছেন।

(সূত্র: হিন্দুস্তানটাইমস ডটকম)
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি