ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোটা অংকের টাকা নিয়ে পালালেন দুবাই শাসকের স্ত্রী!

প্রকাশিত : ১১:১৩, ৩০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

যার তার স্ত্রী নয়, টাকা নিয়ে পালিয়েছেন স্বয়ং শাসকের স্ত্রী! বিশ্ব মিডিয়ায় আলোচিত এ ঘটনা ঘটেছে দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের পরিবারে। তার ষষ্ঠ স্ত্রী হায়া বিন্তে আল হুসেইন বিপুল পরিমানে অর্থ (প্রায় ৩৩২ কোটি টাকা) নিয়ে সটকে পড়েছেন। শুধু তাই নয়, শাসকের কাছে তালাকে নোটিশও পাঠিয়েছেন স্ত্রী।

জানা যায়, প্রিন্সেস হায়া বিন্তে আল হুসেইন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা ও তার সন্তান নিয়ে দুবাই’র শাসককে ছেড়ে পালিয়ে গেছেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জনসম্মুখে প্রিন্সেস হায়াকে আর দেখা যাচ্ছিলো না। এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোও চালু নেই। যেখানে তিনি প্রতিনিয়ত দাতব্য কাজের ছবি পোস্ট করতেন। বলা হচ্ছে, তিনি তার কন্যা জালিয়া (১১) ও পুত্র জাভেদকে (৭) নিয়ে জার্মানিতে পালিয়ে গেছেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন।

আরবের মিডিয়া জানিয়েছে, জার্মান কূটনৈতিক প্রিন্সেস হায়াকে দুবাই থেকে পালাতে সাহায্য করেছে। কেননা দেশ দুইটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়ান চলছে।

এছাড়া খবরে আরও বলা হয়েছে, দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম তার স্ত্রীকে ফেরত পেতে জার্মানিকে অনুরোধ করেছেন। কিন্তু তাতে সাড়া দেয়নি জার্মান কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, নতুন জীবন শুরু করতে ৩৩২ কোটি টাকা নিয়ে দুবাই’র শাসককে ছেড়ে পালিয়েছেন হায়া। এদিকে দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম তার স্ত্রীর এমন কাজকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন।

সূত্র : দ্য সান

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি