চিরনিদ্রায় শায়িত ইটিভির নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা পিপলু
প্রকাশিত : ১৬:২৩, ৭ মে ২০২৫

মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা খন্দকার নবীউর রহমান পিপলু। বুধবার (৭ মে) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় গাড়িখানা কেন্দ্রীয় গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান নবীউর রহমান পিপলু। এদিন রাতেই তার মরদেহ নেওয়া হয় নাটোর শহরের আলাইপুরের নিজ বাড়িতে। সেখানে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে আলাইপুরের বাতাস।
বুধবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথীর নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এর পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নেন বিভিন্ন পেশার মানুষ। পরে তাকে মায়ের কবরে দাফন করা হয় কেন্দ্রীয় গোরস্তানে।
নবীউর রহমান পিপলু ১৯৫৭ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১১ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি ছিলেন নিস্বন্তন। সাংবাদিকতা শুরু করেন ১৯৮১ সালে এবং একুশে টিভির শুরু থেকেই ছিলেন নাটোর প্রতিনিধি। নাটোরের সাংবাদিকদের অভিভাবক হিসেবে পরিচিতি ছিলেন পিপলু।
তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন এক সাহসী মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় নাটোরের ট্রেজারি থেকে অস্ত্র সংগ্রহ করে তিনি প্রশিক্ষণ নেন এবং তুফানি ব্যাটালিয়নের সদস্য হিসেবে হিলি, পাঁচবিবি, জয়পুরহাট, গোবিন্দগঞ্জ ও নওগাঁ এলাকায় গেরিলা যুদ্ধে অংশ নেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে সম্মাননায় ভূষিত হন। তিনি ছিলেন, সমাজ সেবক ও সাংস্কৃতিক কর্মীও।
নবীউর রহমান পিপলু ছিলেন নির্ভীক, নিষ্ঠাবান ও দেশপ্রেমে উজ্জ্বল এক নাম। তার মৃত্যুতে শোকস্তব্ধ নাটোরবাসীসহ সাংবাদিক সমাজ।
এমবি//