ঢাকা, মঙ্গলবার   ১২ আগস্ট ২০২৫

চ্যানেল আইয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

চ্যানেল আইয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৯৯ সালের আজকের এই দিনে চ্যানেলটি যাত্রা শুরু করে। গত ২১ বছরে চ্যানেলটি খবর, ব্যতিক্রমী রিয়েলিটি শো এবং জীবনঘনিষ্ঠ নানা অনুষ্ঠান সম্প্রচারে খ্যাতি অর্জন করেছে।

এ ছাড়া ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখে চলেছে চ্যানেল আই পরিবার।

জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময় চলবে।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য ‘চ্যানেল আইয়ের গর্বের ২১ বছর’।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শক, পরিবেশক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি