ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়া আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ২৭ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

প্রবীণ সাংবাদিক, সাংবাদিক নেতা ও জাতীয় বার্তা সংস্থা বাসস’র সাবেক বার্তা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়া রাজধানীর রামপুরাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন।

বুধবার দিবাগত রাত ১০টায় বার্ধক্যজনিত জটিলতায় তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। এ সময়ে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মৃত্যুকালে  তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, তার দাফনের স্থানের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

একজন বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন।

মুন্সীগঞ্জে জন্মগ্রহণকারী  শাহজাহান মিয়া  অসুস্থ  হয়ে সম্প্রতি নগরীর একটি হাসপাতালে চিকিৎসা নেন।

বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড: আ আ ম স  আরেফিন  সিদ্দিক,  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং বাসসের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সাংবাদিক সমাজ প্রবীন সাংবাদিকের মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন এবং তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি