ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

চিকিৎসাসামগ্রী জীবাণুমুক্তকরণ মেশিনের দাম কমবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ১২ জুন ২০২০ | আপডেট: ১৬:২৩, ১২ জুন ২০২০

Ekushey Television Ltd.

নতুন বাজেটে করোনায় ব্যবহৃত যাবতীয় চিকিৎসাসামগ্রীর ওপর শুল্ককর মওকুফ এবং জীবাণুমুক্তকরণ মেশিন অটো ক্ল্যাব স্থানীয়ভাবে উৎপাদনে বিশেষ সুবিধা দিয়েছে সরকার। এর ফলে গুরুত্বপূর্ণ ওই মেশিনের দাম কমে যাবে। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতকে আরও সুসংহত করার লক্ষ্যে চিকিৎসাসামগ্রী জীবাণুমুক্তকরণে ব্যবহার্য অটো ক্ল্যাব মেশিন স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রবর্তনের প্রস্তাব করছি।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বাজেটের প্রাক্কালেই বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে করোনাভাইরাস টেস্টিং কিট, মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (PPE) আমদানি এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও PPE উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর প্রযোজ্য সমুদয় শুল্ককর মওকুফ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি