সংসদে মহাসড়ক বিলসহ দু’টি বিল উত্থাপন
প্রকাশিত : ১৫:৩৯, ৪ সেপ্টেম্বর ২০২১

জাতীয় সংসদে আজ মহাসড়ক বিল-২০২১ সহ উত্থাপন করা হয়েছে আরও দু’টি বিল। অপর বিলটি হচ্ছে, ডেভেলপমেন্ট বোর্ড ল’জ (রিফিল) অধ্যাদেশ, ১৯৮৬ রহিতকরণ বিল, ২০২১। এর মধ্যে প্রথম বিলটি উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অপর বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
মহাসড়ক বিলে মহাসড়ক নেটওয়ার্কের পরিকল্পনা ও এর বাস্তবায়নসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যাবলি, মহাসড়ক ইত্যাদি ঘোষণা ও নিয়ন্ত্রণ, মহাসড়কে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, মহাসড়ক সাময়িক বন্ধকরণ, ইউটিলিটির জন্য মহাসড়ক ব্যবহার ও ব্যবহারের ক্ষেত্রে বিধি- নিষেধ, প্রবেশ ও পরিদর্শনের ক্ষমতা, মহাসড়কের নিরাপত্তা, অবৈধ দখল ও অনুপ্রবেশের ক্ষেত্রে প্রতিবিধান, অপরাধ ও দণ্ড, বিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে ৪ সপ্তাহের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
এছাড়া ডেভেলপমেন্ট বোর্ড ল’জ (রিফিল) অধ্যাদেশ, ১৯৮৬ রহিতকরণ বিলটিও পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ১৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। সূত্র: বাসস।
এমএম/এনএস//
আরও পড়ুন