ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবসে যুব মৈত্রীর শ্রদ্ধা নিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১৪ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ যুব মৈত্রীর সদস্যরা।

মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সংগঠনটির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান, কায়সার আলম, তাপস দাস, কাজী মাহমুদুল হক সেনা, শফিকুল ইসলাম মুকুল।

এ ছাড়াও ছিলেন, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হযরত আলী সুমন, দক্ষিণের সদস্য মাইনুদ্দিন রাসেল এবং মনোয়ার হোসেন প্রমুখ।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সংগঠনের সদস্যরা বলেন, "মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলসামস্ বাহিনী দেশের বরেণ্য শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিকব্যক্তিত্বসহ বুদ্ধিজীবীদের পূর্ব প্রণীত নীলনকশা অনুযায়ী হত্যা করেছে।" 

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি