ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

বিশ্বের অন্যান্য ভাষায় ৭ই মার্চের ভাষণ অনুবাদের উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ৭ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

জাতিসংঘের দাপ্তরিক ছয় ভাষার পর এবার বিশ্বের অন্যান্য ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ অনুবাদের উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার সকালে ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

তিনি আরও জানান, বিশ্বের সব মানুষের কাছে ভাষণটি পৌঁছাতে বাংলাদেশের ৮১টি মিশন ব্যাপক প্রচার চালাচ্ছে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবী যতদিন থাকবে, শুধু বাঙালি নয়, বিশ্বের সকল শোষিত-নিপীড়িত মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে উজ্জীবিত করবে বঙ্গবন্ধুর এই অলিখিত ভাষণ। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি