আশরাফুজ্জামান নান্নু ও ইবরাহীম খলিল পিনাক রোটারির গভর্নর নির্বাচিত
প্রকাশিত : ২২:০৭, ২০ মার্চ ২০২২ | আপডেট: ২২:০৮, ২০ মার্চ ২০২২

মোঃ আশরাফুজ্জামান নান্নু ও ইবরাহীম খলিল আল-জায়েদ পিনাক।
রোটারিয়ান মোঃ আশরাফুজ্জামান নান্নু এবং রোটারিয়ান ইবরাহীম খলিল আল-জায়েদ পিনাক রোটারি ইন্টারন্যাশনাল জেলা-৩২৮১ বাংলাদেশের গভর্নর নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ মার্চ) ঢাকায় বিআইসিসি সম্মেলন কেন্দ্রে রোটারির কেন্দ্রীয় সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আশরাফুজ্জামান নান্নু ২০২৩-২৪ এবং ইবরাহীম খলিল আল-জায়েদ পিনাক ২০২৪-২৫ সেশনে রোটারি গভর্নরের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, রোটারি গভর্ণরদের মেয়াদকালের দুই বছর পূর্বেই তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন।
নব নির্বাচিত গভর্ণর নান্নু ঢাকা ডাইনামিক রোটারির প্রতিনিধি। তিনি অ্যাকসেঞ্চার ডেভেলপার লিঃ এর ম্যানেজিং ডিরেক্টরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তিনি একজন বিশিষ্ট কর উপদেষ্টা, নেহলিন ট্রেড ইন্টারন্যাশনাল, ভিশন ফাউন্ডেশন, রোটা শেল লিঃ, নেক্সজেন লিঃ এর পরিচালক এবং অনেক সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
অপর নব নির্বাচিত গভর্ণর পিনাক ঢাকা মহানগর রোটারির প্রতিনিধি। তিনি ব্যাংক অব নিউ মেক্সিকোর মাধ্যমে কর্ম জীবন শুরু করেন এবং ট্যাক্সাসের ডেল কম্পিউটারসহ বিভিন্ন আর্ন্তজাতিক কোম্পানীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ন্যাশনাল কন্সট্রাকশন কোম্পানী লি. এর ডিরেক্টর, দু’টি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কর্মরত আছেন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
এসি
আরও পড়ুন