পদ্মা সেতুর নিরাপত্তায় শেখ রাসেল সেনানিবাস (ভিডিও)
প্রকাশিত : ২২:১২, ২৯ মার্চ ২০২২ | আপডেট: ২২:১৪, ২৯ মার্চ ২০২২
পদ্মা সেতুর নিরাপত্তায় সার্বিক দ্বায়িত্ব পালন করবে, শেখ রাসেল সেনানিবাস। সেনাবাহিনী প্রধান এস এম সফিউদ্দিন আহমেদ বলেছেন, পদ্মা সেতু জাতীয় স্থাপনা। এর সুরক্ষায় সব ধরণের নিরাপত্তা সক্ষমতা দিয়ে সাজানো হয়েছে এই স্থাপনাটি।
পদ্মা সেতু নির্মাণের শুরু থেকেই প্রকল্প সংশ্লিষ্ট দেশী-বিদেশী নাগরিকদের নিরাপত্তা দিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড। এছাড়া নির্মাণযজ্ঞে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শক ও তদারকির দায়িত্বও পালন করেছে।
সেতুর নির্মাণ একেবারেই শেষ পর্যায়ে। চলতি মাসেই শেষ হচ্ছে পিচ ঢালাই। সব ঠিক থাকলে জুনে যান চলাচল উন্মুক্ত হবে।
পদ্মাসেতুর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ২ শ ৩৫ একর জায়গায় স্থাপিত শেখ রাসেল সেনানিবাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো।
সেনা সদস্যদের পেশাগত উৎকর্ষের সাথে সাথে পদ্মা পাড়ের সামগ্রিক চিত্র বদলে দিতে সেনানিবাসটি অবদান রাখবে এমন আশাবাদ সেনা প্রধানের।
আরকে//
আরও পড়ুন