ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

কর্মস্থলে ফিরলেন টিটিই শফিকুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৯ মে ২০২২

Ekushey Television Ltd.

সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের আদেশের পর কর্মস্থলে ফিরলেন পাবনার ঈশ্বরদীর আলোচিত টিটিই শফিকুল ইসলাম। সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঈশ্বরদী জংশন স্টেশনের টিটি ইজ হেড কোয়ার্টারে যোগ দেন। তবে তাকে এখনো ট্রেনের দায়িত্ব বণ্টন করা হয়নি।

রোববার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) কার্যালয় থেকে শফিকুলকে কাজে যোগদানের অনুমতি দেওয়া হয়।

সেই আদেশ আজ সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে টিটি ইজ ইন্সপেক্টর ঈশ্বরদী জংশন হেডকোয়ার্টার কার্যালয়ে এসে পৌঁছার পর কাজে যোগদানের আবেদন করেন শফিকুল।

শফিকুল বলেন, 'কর্মস্থলে ফিরতে পেরে আমি খুশি। তবে ট্রেনে দায়িত্ব বণ্টন করা হয়নি। হয়তো আগামীকাল থেকে দায়িত্ব পালন করতে পারব। '

উল্লেখ্য, গত ৫ মে রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনে ওঠা তিন যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করলে টিটিই শফিকুলকে বরখাস্ত করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি