ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

ড্রাইভিং লাইসেন্স ছাড়া পাওয়া যাবে না বাইকের রেজিস্ট্রেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

যার নামে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নিবন্ধন করা হবে তার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে কোনওভাবেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হবে না। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে এই বাধ্যবাধকতা।

মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, কার্যবিবরণীর সিদ্ধান্তের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনও মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি