ঢাকা, বুধবার   ২০ আগস্ট ২০২৫

লোকমান হোসেন বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ২৩ আগস্ট ২০২২

বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া

বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া

Ekushey Television Ltd.

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৩ আগস্ট) এ নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬’-এর ধারা-৯ (২) অনুযায়ী পিআরএল ভোগরত সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াকে বিডা’র নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাসহ পরবর্তী তিন বছর মেয়াদে লোকমান হোসেন এ নিয়োগ পেয়েছেন। 

আগামী ৪ সেপ্টেম্বর যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত ১৪ জুন অবসরোত্তর ছুটিতে যান।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি