ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

ক্রীড়া ব্যক্তিত্ব শেখ আব্দুল হাকিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ২৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হাকিম- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন অন্যতম ক্রীড়া ব্যক্তিত্বকে হারাল।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার (২৮ আগস্ট) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ আব্দুল হাকিম। তিনি যশোরেই থাকতেন। বেশ কয়েক বছর ধরে বার্ধক্য ও নানা জটিল রোগে ভুগছিলেন। 

হাকিম স্বাধীনতার আগে দিলকুশা স্পোর্টিংয়ে খেলা শুরু করেন। পাকিস্তান যুব দলে ডাক পেয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দেন। ১৯৭৩ সালে মারদেকা কাপে প্রথম জাতীয় দলের সদস্য ছিলেন তিনি। ৭৫ সালের মারদেকা কাপের দলেও ছিলেন। স্বাধীনতার পর তিনি ওয়াপদা, ওয়ারীতে খেলতেন।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি