ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

র‍্যাবের নিষেধাজ্ঞার পেছনে ব্যয় ১০০ মিলিয়ন ডলার: আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ৩ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করাতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে একটি গোষ্ঠী লবিস্ট নিয়োগ করেছিল বলে অভিযোগ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র নাগরিক কমিটির সংবর্ধনায় তিনি বলেন, চারটি ফার্মের পেছনে ১০০ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে।

জাতিসংঘে পুলিশপ্রধানদের দুদিনের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশ পুলিশপ্রধান। 

বেনজীর আহমেদ জানান, ২০০৯ সালে তিনি যখন নিউইয়র্কে বাংলাদেশ মিশনে ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন, সেই সময়ের অভিযোগের তথ্য দিয়ে তাকে অভিযুক্ত করা হয়েছে। আবার এলিট ফোর্স র‌্যাবের হাতে ৬০০ লোক গুমের অভিযোগ করা হয়েছে। অথচ তাদের কোনো তালিকা কোথাও প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, একটি গোষ্ঠী ৪টি লবিস্ট ফার্ম নিয়োগ করে। এজন্য প্রতিটি ফার্মকে ২৫ মিলিয়ন ডলার করে দেয়া হয়েছে। ১০০ মিলিয়ন ডলারের প্রকল্পে তিন বছর এই নিষেধাজ্ঞার জন্য কাজ করা হয়েছে। এটা করেছে তারাই, যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল।

দেশের বিরুদ্ধে, উন্নয়নের বিরুদ্ধে এবং অগ্রযাত্রার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তা রুখে দিতে প্রবাসীদের প্রতিও আহ্বান জানান বেনজীর আহমেদ।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি