ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

প্রয়োজনে খাদ্য আমদানির নির্দেশ প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৭:২১, ৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি করা হচ্ছে। প্রয়োজনে অন্যান্য দেশ থেকে খাদ্য আমদানি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (০৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “পাঁচ দেশ থেকে খাদ্য আমদানির চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, শুধু এর ওপর নির্ভর না করে বিকল্প হিসেবে আরও কয়েকটি উৎসকে প্রস্তুত রাখতে, যাতে শেষ মুহূর্তে কোনো জটিলতা না হয়।”

করোনা মহামারি এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে খাদ্যসংকট দেখা দিতে পারে আশঙ্কা প্রকাশ করে ‘যেকোনও কিছুর বিনিময়ে’ খাদ্যের মজুত বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, নভেম্বরে বিশ্বব্যাপী খাদ্যসংকট দেখা দিতে পারে। তাই এ নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে পর্যাপ্ত খাদ্য মজুতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চাল আমদানির জন্য যাদের ‘ওয়ার্ক অর্ডার’ দেওয়া হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ ফেল করতে পারে। এজন্য আগেই কিছু বিকল্প অর্ডার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খাদ্যবান্ধব কর্মসূচি গ্রহণ করে সরকার। তবে এবছর নভেম্বরে সারা বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কার কথা উল্লেখ করে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিও নভেম্বর পর্যন্ত চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই কর্মসূচি চালানোর জন্য অতিরিক্ত আরও ৫ থেকে ৬ লাখ টন চাল প্রয়োজন হবে।

দেশে এখন ২০ লাখ টনের বেশি চাল মজুত আছে; যা ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। 

তিনি বলেন, “যাই হোক, প্রধানমন্ত্রী সবশেষে বলেছেন, খাদ্যের দিক থেকে আমরা নিরাপদে আছি।”

দেশে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার আমন ফসল রোপণ বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে তিনি জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করেও পর্যাপ্ত পানি দেওয়া সম্ভব হচ্ছে না।

বৃষ্টিপাত কম হওয়ার কারণে খাল-বিলে পর্যাপ্ত পানি নেই। দেশের অন্তত ১২ থেকে ১৩টি জেলার ডিসি মন্ত্রিপরিষদ সচিবকে ফোন করে এ তথ্য জানিয়েছেন বলেও জানান তিনি।

খাদ্যবান্ধব কর্মসূচির ফলে বাজারে ইতোমধ্যে চালের দাম কমেছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “খবর পেয়েছি এই কর্মসূচির সুফল ইতোমধ্যে পড়তে শুরু করেছে। এ কারণে বাজার থেকে কিছু বড় বড় পার্টি উঠে গেছে। আর এর ফলে বাজারে চালের সরবরাহও এখন ভালো।”

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি