ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

ভারতের উদ্বৃত্ত জ্বালানি আমদানির প্রস্তাব দেবে বাংলাদেশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ৫ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২০:৪২, ৫ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মিয়ানমারে সাম্প্রতিক সহিংসতা, রোহিঙ্গা প্রত্যবাসন ও ভারত থেকে উদ্বৃত্ত জ্বালানি আমদানির বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেছেন দিল্লি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নয়াদিল্লির হোটেল ‘আইটিসি মৌরিয়া’য় বৈঠক করেন তারা। 

বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ভারতের উদ্বৃত্ত জ্বালানি তেল (ডিজেল) বাংলাদেশে নিয়ে আসার প্রস্তাব দেয়া হবে।

“মূল আলোচনা হবে মঙ্গলবার। এদিন নেপাল-ভুটানের জলবিদ্যুৎ আমদানি নিয়ে আলোচনা করবেন দুই প্রধানমন্ত্রী। ভারতের উদ্বৃত্ত জ্বালানি তেল (ডিজেল) বাংলাদেশে নিয়ে আসার প্রস্তাব দেবে বাংলাদেশ।

মাসুদ বিন মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি বলেন, “অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। যৌথ প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং ভারতীয় পররাষ্ট্র সচিব। শুধু প্রথাগত যোগাযোগ নয়, দ্বিপক্ষীয়ভাবে বিদ্যুৎ বিনিময় সংক্রান্ত ইস্যুতেও আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, মিয়ানমারের সাম্প্রতিক আচরণ প্রত্যাবাসনে বিরূপ প্রভাব ফেলতে পারে। আর এ বিষয়ে ভারতও একমত পোষণ করেছে।
মঙ্গলবার যেসব চুক্তি-সমঝোতা স্বাক্ষরিত হবে, সেগুলো সোমবার রাতেই প্রি-সিগনেচার হয়ে চূড়ান্ত হবে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি