হাসিনা-মোদি বৈঠক শেষ, ৭ সমঝোতা স্মারক সাক্ষর
প্রকাশিত : ১৪:২৪, ৬ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৪:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২২

নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে।
হায়দ্রাবাদ হাউসে সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে।
পরে দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত ও চুক্তিপত্র বিনিময় হয়।
পরে দুই নেতা যৌথ ব্রিফিংয়ে আসেন।
বাংলাদেশ ও ভারত যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সেগুলো হলো- কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলনের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতীর মধ্যে সমঝোতা স্মারক, স্পেস টেকনোলজি বা মহাকাশ প্রযুক্তি খাতে সমঝোতা স্মারক।
এএইচএস
আরও পড়ুন