ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

উজবেকিস্তান গেলেন স্পিকার শিরীন শারমিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিতব্য উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৪তম সামিটে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে উজবেকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৪তম সামিটের (14SWSP) এড্রেসিং দ্যা রিস্কস অফ দ্যা পোস্ট প্যান্ডেমিক গ্লোবাল রিকভারি, প্রিভেন্টিং টেক-রিলেটেড রিস্কস এন্ড প্রিজার্ভিং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার ইকুয়ালিটি ইন এ হাই-টেক ওয়ার্ল্ড ইত্যদি বিভিন্ন সেশনে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে।

সামিটে অংশগ্রহণ শেষে স্পিকারের ১১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি