ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

রাজনৈতিক সমঝোতা হলে ভোট ব্যালটে হবে: সিইসি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ৭ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৩:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করতে কোনো রাজনৈতিক সঙ্কট হবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।  

তবে রাজনৈতিক সমঝোতা হলে ব্যালটেও ভোট হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। 

বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ইভিএমে ডিজিটাল জালিয়াতি সম্ভব না। ইভিএমে ভোট কারচুপির সুযোগ নিঃসন্দেহে অনেক কম।”

ইভিএম সঙ্কট নিয়ে তিনি বলেন, “আর্থিক সংকট বোঝার দায়িত্ব আমার না, সুষ্ঠু নির্বাচনে যা যা দরকার সেটি বলব, আর্থিক সংকট থাকলে ইভিএম ক্রয়ে বরাদ্দ দেয়া না দেয়া বিবেচনা করবে সরকার, কমিশন মেনে নেবে।”

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি