ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

শহীদ মিনারে সাজেদা চৌধুরীকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৮:১৪, ১২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে শ্রদ্ধা জানাতে এসেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ শহীদ মিনারের সামনে নিয়ে গেলে সেখানে আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ১৪ দলীয় জোট, সমাজকর্মী ও সাংস্কৃতিক সংগঠনের গুণীজনরা তাকে শ্রদ্ধা জানান। এছাড়া দলীয় ও ব্যক্তিগত উদ্যোগে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছেন আরও অনেকে। 

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী ছিলেন সাজেদা চৌধুরী। বাংলাদেশের ইতিহাসের বড় অধ্যায়জুড়ে সাজেদা চৌধুরী রয়েছে। এর মধ্যে স্বাধীকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ছিল। রণাঙ্গনেও তিনি ছিলেন সৈনিক। প্রতিটি সংকটে তিনি ছিলেন। অনেকেই জানে না, তিনি কারাগারেও ছিলেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, দলের দুঃসময়ে সাজেদা চৌধুরীর গুরুত্বপূর্ণ অবদান ছিল। পঁচাত্তরের পর দলকে সংগঠিত করার জন্য তিনি কাজ করেছেন। ’৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দলের সভাপতি হয়েছেন তখন সাজেদা চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে ছায়ার মতো ছিলেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি