ঢাকা, বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫

ফারদিন হত্যা: গোয়েন্দা নজরদারিতে চনপাড়ার ৪ গ্যাংস্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) হত্যার ঘটনায় ডেমরা-রূপগঞ্জ সংলগ্ন চনপাড়ার চার গ্যাংস্টার গোয়েন্দাদের নজরদারিতে রয়েছে।

গোয়েন্দাদের ধারণা, ফারদিন হত্যার সঙ্গে এই চার গ্যাংস্টারের পাশাপাশি এক মাদক সম্রাজ্ঞী জড়িত থাকতে পারেন। তাদেরকে গ্রেপ্তার করতে ধারাবাহিক অভিযানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

চার গ্যাংস্টার ও মাদক সম্রাজ্ঞী হলেন রায়হান, নূর জামাল, মাল্টা রনি, মুজাহিদ এবং মনু।

এদিকে ডিবিপ্রধান ডিআইজি হারুন অর রশিদ শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফারদিনের হত্যার ঘটনায় এখনও কংক্রিট তথ্য পাওয়া যায়নি। কোনো কিছু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সব বিষয়, তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করছি। তবে, ঢাকা শহরের কোনো এক জায়গায় ফারদিন খুন হতে পারেন। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু বলতে পারছি না।

এদিকে ফারদিনের ছোট ভাই আবদুল্লাহ বিন নূর তাজিম বলেন, ফারদিনের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা তো দূরের কথা, সে কখনও সিগারেট খায়নি। ফারদিন কেনো চানপাড়ায় গিয়েছিলেন, সেটা পুলিশ তদন্ত করে বের করুক। কেউ তাকে অপহরণও করতে পারে।

উল্লেখ্য, নিখোঁজের তিন দিন পর গত ৭ নভেম্বর সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছন দিক থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ৪ নভেম্বর রাতে নিখোঁজ হন তিনি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি