ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

টুঙ্গিপাড়ায় পৈতৃক জমি পরিদর্শনে প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ৭ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২০:২৪, ৭ জানুয়ারি ২০২৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের পৈতৃক জমি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকালে উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের এসব জমি পরিদর্শনে যান তিনি।

এ সময় জমিগুলোকে চাষ উপযোগী করে তোলার ব্যাপারে নির্দেশনা দেন জাতির জনক ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলো বছরের ৮-৯ মাসই পানির নিচে থাকে। এসব জমিতে ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষের জন্য উপযোগী করার নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানান। তিনি বলেন, কোথাও এক ইঞ্চি জমিও
যেন খালি না থাকে।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি