ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য ১১ টন ত্রাণসামগ্রী পাঠাল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সিয়িয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা হিসেবে ১১ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিমান বাহিনীর একটি কার্গো বিমান এই ত্রাণসামগ্রী নিয়ে ঢাকা ছাড়ে। এসময় উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্সাল এ এইচ এম ফজলুল হক। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংখ্যক তাঁবু, কম্বল ও শুষ্ক খাবারসহ এ সহয়তা নিয়ে যান বিমান বাহিনীর ১৭ জন সদস্য। 

সহায়তা প্রদান শেষে সি-১৩০জে পরিবহন বিমানটি আগামী ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে বলে জানায় আইএসপিআর। বাংলাদেশি কেউ আটকা পড়লে সরকারি সহায়তা মাধ্যমে তাদের এই বিমানে দেশে আনা হবে বলে জানানো হয়। 

এর আগে ৮ ফেব্রুয়ারি তুরস্কে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পাঠায় বাংলাদেশ বিমান বাহিনী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি