ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ২৩ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। আগামী দুইদিন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে এ খবর নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারি প্রকৌশলী মিজানুর রহমান।

তিনি জানান, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এরপর দর্শনার্থীদের প্রবেশে কোনো বাধা থাকবে না।

এ ব্যাপারে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যেখানে লেখা রয়েছে মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে সকল প্রকার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। সম্মানিত দর্শনার্থীগণের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারি প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতি আগামী ২৫ এপ্রিল জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি