ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বিমান বাহিনী প্রধানকে পরানো হলো এয়ার মার্শালের র‌্যাঙ্ক-ব্যাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ১১ জুন ২০২৪

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ মঙ্গলবার গণভবনে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান   হাসান মাহমুদ খানকে ‘এয়ার মার্শাল’ র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নতুন বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

গত ২৬ মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে  বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তিনি ১১ জুন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

হাসান মাহমুদ বিদায়ী বিমান বাহিনী প্রধান ‘এয়ার চিফ মার্শাল’ শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি