ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

স্বল্প দূরত্বে সীমিত পরিসরে চলবে যাত্রীবাহী ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ২৫ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী অস্থিরতার মধ্যে রেল চলাচল বন্ধের এক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল হওয়ার সময় সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর বুধবার বিকালে একথা জানান। 

হুমায়ুন কবীর বলেন, বৃহস্পতিবার কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী রুটসহ রেলওয়ের পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের অন্যান্য রুটেও স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনগুলো চলাচল করবে।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে সার্বিকভাবে দূরপাল্লার ট্রেন চলাচলের বিষয়ে আমরা বৃহস্পতিবার আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

সচিব বলেন, মালবাহী ট্রেনগুলো কার্যক্রম শুরু করেছে, অন্যান্য ট্রেন পরিষেবা বন্ধ থাকার সময় তেল ট্যাঙ্কার বহনকারী ট্রেনগুলো বাধাহীন ছিল। 

দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে বাংলাদেশ রেলওয়ে ১৮ জুলাই বিকাল থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি