ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

অফিস-আদালত আজ থেকে চলবে ৯-৫টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬, ৩১ জুলাই ২০২৪ | আপডেট: ০৮:৪৩, ৩১ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

আজ থেকে সব অফিস-আদালত স্বাভাবিক সময়সূচিতে অর্থাৎ সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে। 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার (৩১ জুলাই) হতে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতি কিছুটা শান্ত হলে ২৮ জুলাই থেকে ৩০ জুলাই; এই তিন দিন সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে ২১ জুলাই ও ২২ জুলাই নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।
 
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষ পরবর্তীতে কমপ্লিট শাটডাউন ঘিরে সহিংসতায় হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি