ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়া সরকার ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে দেশটিতে প্রবেশ করতে না পারা কিছু সংখ্যক বাংলাদেশি কর্মীকে নিয়োগে সম্মত হয়েছে। এই নিয়োগ কার্যক্রম হবে সরকারি জনশক্তি রপ্তানিকারক সংস্থা বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড)র মাধ্যমে।

শুক্রবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে এই বিশেষ কর্মী নিয়োগের পদ্ধতি ও যেসব খাতে শ্রমিক নেওয়া হবে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, এই কর্মীদের নিয়োগ দেওয়া হবে মালয়েশিয়ার নির্মাণ ও পর্যটন খাতে। নির্দিষ্ট নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া হবে যাতে সব কিছু স্বচ্ছ ও সঠিকভাবে হয়।

এর আগে হাইকমিশনের পক্ষ থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছিল, মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর নামে কিছু প্রতারক চক্র সক্রিয়। অথচ এই অঞ্চলে কর্মী নিয়োগে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কোনো সমঝোতা স্মারক (এমওইউ) বা দ্বিপাক্ষিক চুক্তি নেই।

হাইকমিশন জানায়, এসব প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নিয়ে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এসব নিয়োগ অবৈধ ও প্রতারণার শামিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশি কর্মীদের শুধু সরকার অনুমোদিত চ্যানেল, যেমন বোয়েসেলের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত। সবাইকে সতর্ক থাকতে হবে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি