বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ছড়ায় কুরিয়ার পণ্যের স্তূপ থেকে
প্রকাশিত : ১৭:৩২, ২৫ নভেম্বর ২০২৫
কুরিয়ার সার্ভিসের পণ্যের স্তূপ থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন ছড়িয়েছিল। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন তুলে দেয় তদন্ত কমিটি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটা কোনো নাশকতা ছিল না, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কুরিয়ার সার্ভিসের স্তূপে আগুনের সূত্রপাত হয়।
উল্লেখ্য,গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের সঙ্গে বিমানবাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনী দীর্ঘ ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার দিনই কার্গো ভিলেজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল ।
এমআর//
আরও পড়ুন










