ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ভয়াবহ রোগ নিয়ে এসেছে রোহিঙ্গারা : স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ২৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

রোহিঙ্গারা মিয়ানমার থেকে ভয়াবহ রোগ নিয়ে এসেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ডিআরইউ ও লায়ন্স ক্লাব অব ঢাকার উদ্যোগে আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে। কিন্তু রোহিঙ্গারা ভয়াবহ রোগ নিয়ে এসেছেন। আমরা চেষ্টা করছি তাদের এ রোগ যেন বাংলাদেশে ছড়িয়ে না পড়ে। তারা যাতে জন্মনিয়ন্ত্রণ করতে পারে এ জন্য তাদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি শেখানো হচ্ছে বলেও জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, আমরা সেটাই মেনে নেব। এসময় তিনি সব দলকে জনগণের ওপর ভরসা রাখতে বলেন।

ডিআরইউ সভাপতি শাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান প্রমুখ।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি