ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আরও ৩ লাশ আসছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ২২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, আলিফুজ্জামান ও পিয়াস রায়ের লাশ আজ বৃহস্পতিবার দেশে আসছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে তাদের লাশ দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন ইউএস বাংলার গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।

এরই মধ্যে লাশ তিনটি বুঝিয়ে দেওয়া হয়েছে নেপালে বাংলাদেশি দূতাবাসে। সেখানে নজরুল ইসলাম ও আলিফুজ্জামানের জানাজাও সম্পন্ন হয়েছে বলে জানান কামরুল ইসলাম।

এর আগে নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত যে তিন বাংলাদেশির মরদেহ কাঠমান্ডুতে ছিল, তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।

গতকাল বুধবার রাষ্ট্রদূত জানান, নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ শনাক্তের কাজ শেষ হওয়ায় এখন আর তাদের লাশ দেশে ফেরত পাঠাতে কোনও বাধা নেই।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ আরোহী নিয়ে অবতরণের আগ-মুহূর্তে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৪৯ জন নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি।

একে// আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি