ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী নার্গিসের অবস্থা আশংকাজনক

প্রকাশিত : ১৯:০৭, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:১০, ৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

চাপাতির আঘাতে গুরুতর আহত সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী নার্গিসের অবস্থা আশংকাজনক। মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পাওয়ায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চলছে তার জরুরী অস্ত্রোপচার। এদিকে এ ঘটনায় আটক হামলাকারী বদরুল ছাত্রলীগের নয়- কেন্দ্রিয় কমিটি এমন দাবি করলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে দলেরই হোক না কেন তার বিচার হবে। স্নাতক দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়ে এমসি কলেজ কেন্দ্র থেকে বের হওয়ার পর সোমবার বিকেলে হামলার শিকার হন নার্গিস। হামলাকারী ছাত্রলীগ নেতা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র বদরুলকে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা। প্রেমের সম্পর্কে টানাপোড়নে ক্ষিপ্ত হয়ে হামলায় চালায় বলে পুলিশের কাছে জানায় বদরুল। এদিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আহত নার্গিসের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকরা। হাসপাতালে আহত নার্গিসকে দেখতে এসে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক দাবি করেন, চাকুরীজীবি হওয়ায় হামলাকারী বদরুল বর্তমানে আর ছাত্রলীগের সদস্য নয়। তবে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- অপরাধী যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না। ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছে সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে নার্গিসের সহপাঠি আর শিক্ষকেরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি