ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

যুদ্ধাপরাধী আওয়ামী লীগের মধ্যেও থাকলে বিচার হবেঃ শাজাহান খান

প্রকাশিত : ১৮:০৫, ৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:০৮, ৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের মধ্যেও যুদ্ধাপরাধী থাকলে, তাদেরও বিচার হবে। সেই সঙ্গে তাদের সম্পদও বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছেন যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক ও নৌ-পরিবহান মন্ত্রী শাজাহান খান । বুধবার সকালে রাজাধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রস্তাব গৃহীত হওয়ায় জাতীয় সংসদকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী পাকিস্তান জঙ্গিবাদ রপ্তানী করছে। একাত্তরের গণহত্যাসহ সব ধরনের নির্যাতনের জন্য পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরন আদায়ের দাবী জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি