প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় গ্রেফতার ৭ কর্মকর্তাকে আবারো দশ দিনের রিমান্ড মঞ্জুর
প্রকাশিত : ২০:০০, ৩০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:২৮, ৩০ ডিসেম্বর ২০১৬
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার বাংলাদেশ বিমানের সাত কর্মকর্তাকে আবারো দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করে। এর আগে, গেলো ২২ ডিসেম্বর এ মামলায় গ্রেফতার সাত কর্মকর্তার সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে, সেটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে।
আরও পড়ুন