ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুচ্ছ পদ্ধতিঃ মানবিকের ভর্তি পরীক্ষা রোববার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ২৪ অক্টোবর ২০২১ | আপডেট: ০৯:১৫, ২৪ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

গুচ্ছ ভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখার 'বি' ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা রোববার।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক যোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন কেন্দ্রে। 

গুচ্ছের মানবিক বিভাগে এবারে প্রায় ৬৭ হাজার ১১৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ উপলক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে গুলোতে কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

কর্মদিবসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের সময় সচেতন হওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন উপাচার্য।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। তবে এই বিশ্ববিদ্যালয়ে এবার পরীক্ষার্থী সংখ্যা কম বলে জানিয়েছে কতৃৃপক্ষ। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের সহায়তা করার জন্য বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকেও হেল্প ডেস্ক বসানো হয়েছে। 

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি