ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সহিংস অপচেষ্টা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ৩০ অক্টোবর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সম্প্রতি যে সহিংস কর্মকাণ্ড করার অপচেষ্টা হচ্ছিলো জনগণের সহায়তায় আমরা তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। এঘটনার রহস্যও উদঘাটন করতে পেরেছি। এজন্য আমাদের কমিউনিটিকে আরো বেশি সজাগ থাকতে হবে, পুলিশকে সহায়তা করতে হবে।

আজ শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবছর ‘কমিউনিটি পুলিশিং ডে’র স্লোগান- ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি দেখেছি, যে ধরনের উসকানি আসছিল, যেভাবে জনগণকে উদ্বুদ্ধ করেছিল, একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছিল, সেটাও কিন্তু আমাদের জনগণ ও পুলিশ এক হয়ে প্রতিরোধ করেছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশ যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, নিরাপত্তার দায়িত্বে পুলিশ ছিল বলে আমরা সেই জায়গায় যেতে পেরেছি। পৃথিবীর অনেক দেশই কমিউনিটি পুলিশিংয়ের সুফল পেয়েছে, আমাদের দেশেও তা পাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা কমিউনিটিকে সজাগ রাখুন। কেউ অপরাধ করার আগেই তাকে বলুন, অপরাধ করলেই জেলে যেতে হবে। অপরাধ করলে তাকে কিন্তু চিহ্নিত করা হবে। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বলেন, কমিউনিটি পুলিশিং বাংলাদেশে নতুন ধারণা হলেও এশিয়ার অনেক দেশে এটা একটি পুরাতন ধারণা। সিঙ্গাপুরেও এ পদ্ধতি বেশ প্রচলিত। আমেরিকায় যখন সাদা আর কালো দাঙ্গা বাঁধতো তখনও তারা কমিউনিটি পুলিশিং পদ্ধতি শুরু করে সাফল্য পায়।

মূখ্য আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল মুক্তিযুদ্ধে রাজারবাগে পুলিশের ভূমিকার স্মৃতিচারণ করে বলেন, ‘আমি যেন একটি তীর্থস্থানে এসেছি। এটি এমন এক জায়গা যেখান থেকে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে প্রথম বুলেটটি ছুড়ে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলা হয়েছিল।’ 

তিনি বলেন, আমাদের দেশের পুলিশকে তার সংশ্লিষ্ট কমিউনিটির মানুষের সাথে মিশতে হবে, সুখে-দুঃখে তাঁদের পাশে থাকতে হবে। এছাড়া প্রাথমিক স্কুল থেকেই শিশুদের অনুপ্রাণিত করতে হবে। তাহলেই বাল্য বিবাহসহ ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বলেন, জনগণ ও পুলিশ একসাথে কাজ করে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুস্থ সমাজ আমরা গড়তে পারি। যেকোন জাতীয় দুর্যোগে আমরা আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের সাথে থাকলে অপরাধমুক্ত, অপরাধভীতিমুক্ত একটি সমাজ গড়ে তুলবো।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি