ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আবহাওয়া শুষ্ক, আসছে তিন দিনের পূর্বাভাসে পরিবর্তন নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ৪ মার্চ ২০২৩

সারাদেশে আজ শনিবার দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

আজ শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী তিনদিনে অঅবহাওয়াতেও  উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই। 

শনিবার সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ও মংলায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ শানবার  সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৭ মিনিটে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি