ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

তদারকির অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ভোলার লঞ্চ টার্মিনাল

প্রকাশিত : ১২:৪৭, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৪৭, ১৩ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

তদারকির অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ভোলার বোরহানউদ্দিনের মির্জা কালু লঞ্চ টার্মিনাল। কয়েক দফা ঝড়ে টার্মিনালের পন্টুন কাত হয়ে অর্ধেকই তলিয়ে গেছে নদীতে। এমন অবস্থায় প্রতিদিন হাজারো যাত্রী ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করলেও টার্মিনাল সংস্কারে নেই কোন উদ্যোগ। ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিনে বিআইডব্লিউটিএ’র মির্জা কালু লঞ্চ টার্মিনাল; স্থাপনের কিছুদিনের মধ্যেই ঝড় ও জোয়ারের তোড়ে একদিকে কাত হয়ে যায় টার্মিনালের পন্টুন। কয়েক বছর ধরে জোড়াতালি দেয়া পন্টুনেই মালামালসহ ঝুঁকি নিয়ে ওঠানামা করছেন যাত্রীরা। হাতিয়া, মনপুরা, চরফ্যাশন ও তজুমদ্দিন এলাকা থেকে ঢাকাগামী লঞ্চগুলো আসা-যাওয়ার পথে এই টার্মিনালে নোঙ্গর করে। রোজকার লঞ্চের ধাক্কায় নদীর পানিতে আরো বেশি করে তলিয়ে যাচ্ছে এখানের পন্টুনটি। ক্ষতিগ্রস্ত টার্মিনালটি সংস্কারে দীর্ঘদিন ধরে কোন উদ্যোগ নেই। তবে এখানেই নতুন টার্মিনাল স্থাপনের কথা বলছে কর্তৃপক্ষ। যাতায়াতের দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, আশা এ জনপদের মানুষের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি