ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

নতুন নির্বাচন কমিশনও রক্তাক্ত পথে হাঁটতে শুরু করেছে: রিজভী

প্রকাশিত : ১৮:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নতুন নির্বাচন কমিশনও রক্তাক্ত পথে হাঁটতে শুরু করেছে বলে অভিযোগ এনেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী । তিনি বলেন, নির্বাচন কমিশনও আগের নির্বাচন কমিশনের মতই অন্ধ আচরণ করছে। সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এ উদ্বেগ জানান রিজভী। আগামী ৬ই মার্চেও উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নির্বাচন কমিশন নিশ্চুপ রয়েছে। নির্বাচন কমিশনের এই আচরনকে সরকারের সঙ্গে আতাত বলেও অভিযোগ করেন রিজভী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি