ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

গুগল-ফেইসবুককে ১৭০০ কোটিরও বেশি জরিমানা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ৮ জানুয়ারি ২০২২

বড় ধরণের সমস্যায় পড়েছে গুগল এবং ফেইসবুক। ফ্রান্সের রেগুলেটরি অথোরিটির জরিমানার মুখে পড়েছে এই দুই টেক জায়ান্ট। সংস্থা দুটিকে করা জরিমানার মোট অঙ্ক প্রায় ২১০ মিলিয়ন ইউরো বা ২৩৭ মিলিয়ন মার্কিন ডলার। মূলত Cookies সংক্রান্ত জটিলতার কারণেই এই জরিমানা করা হয়।

ফ্রান্সের রেগুলেটরি অথোরিটির পক্ষ থেকে বলা হয়েছে, Cookies ব্যবহার করে এই দুই টেক জায়ান্ট অনলাইনে ব্যবহারকারীদের ডেটা ট্রাকিং করত। আর সেই কারণেই জরিমানা করা হয়েছে তাদের। অন্যদিকে Apple এবং Amazon-কেও এই ধরনের জরিমানার মুখে পড়তে হয়েছে।

২০২০ সালেও Google-কে এই ধরনের জরিমানার মুখে পড়তে হয়েছিল। সেসময় ফ্রান্সের CNIL (ন্যাশনাল কমিশন ফর ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড ফ্রিডম) Google-কে ১০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছিলো। এবার পুনরায় একই অভিযোগে ১৫০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। অন্যদিকে Facebook-এর উপর ৬০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।

এবিষয়ে রেগুলেটরি কমিটি জানিয়েছে, ‘‘প্রত্যেক ব্যবহারকারীর কাছে Facebook.com, Google.fr এবং Youtube.com গ্রাহকদের কাছে যখন Cookie নোটিফিকেশন পাঠায় তখন সেটি রিফিউজ করা সম্ভব হয় না। বাধ্য হয়ে সেই Cookie অ্যাকসেপ্ট করতে হয়।’’

জরিমানা দেওয়ার জন্য দুটি সংস্থাকে মোট তিন মাসের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি কোন সংস্থা জরিমানার অঙ্ক জমা না করে তাহলে তারপর থেকে প্রতিদিন ১ লাখ ইউরো করে অতিরিক্ত জরিমানা দিতে হবে।

এবিষয়ে সংবাদসংস্থা AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে Google-এর এক প্রতিনিধি জানিয়েছেন, ফ্রান্স রেগুলেটরি অথরিটির কাছ থেকে নির্দেশ পাওয়ার পর তারা পুরো প্রক্রিয়াটির মধ্যে বদল আনবেন। 

ওই প্রতিনিধি বলেন, ‘‘ইন্টারনেট ব্যবহারকারীদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা নিয়মিত বিভিন্ন ফিচার অ্যাড করি এবং বিভিন্ন ফিচারের মধ্যে পরিবর্তন করি। তবে CNIL-যে নির্দেশ দিয়েছে তার সঙ্গেও আমরা কাজ করছি।’’

CNILজানিয়েছে, Google এবং Facebook যখন কোনও ইন্টারনেট ব্যবহারকারীর কাছে Cookie অ্যাকসেপটেন্স দাবি করে তখন তা অ্যাকসেপ্ট করার জন্য খুব সহজেই একটি মাত্র ক্লিকে সম্ভব হয়। কিন্তু যখন কোনও ইন্টারনেট ব্যবহারকারী তা ডিনাই করেন বা অ্যাকসেপ্ট করতে চান না তখন একাধিক ক্লিক করতে হয়। এবং সেই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। সেকারণেই জরিমানা করা হয়েছে।

সূত্র: এই সময়
এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি