ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ২৯ এপ্রিল ২০২১

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারাত্নে। ফলে আগে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। পেসার ইবাদত হোসেনকে সরিয়ে অভিষেক হচ্ছে শরিফুল ইসলামের।

ব্যাটিং নেয়ার কারণ হিসেবে লঙ্কান অধিনায়ক জানিয়েছেন, শুরুতে ব্যাটিং সহজ হবে এই উইকেটে। তবে পরে বোলারদের জন্যও সুবিধা থাকতে পারে। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন।

এ নিয়ে অষ্টম টেস্টে অধিনায়কত্ব করছেন অধিনায়ক মুমিনুল। এর আগের সাত টেস্টে টস জিতেছেন চারবার, হেরেছেন তিনবার। তবে জয় মিলেছে মাত্র এক ম্যাচে। সেই ম্যাচে টস হেরেছিল বাংলাদেশ। এবার চতুর্থবারের মতো টস হারলেন মুমিনুল।

এদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বসিয়ে বাড়তি একজন স্পিনার খেলাচ্ছে স্বাগতিকরা। তার বদলি এসেছেন রমেশ মেন্ডিস। এছাড়া ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমার অভিষেক হচ্ছে লাহিরু কুমারার জায়গায়।  

১৯ বছর বয়সী বাঁহাতি ফাস্ট বোলার শরিফুল ইসলামের আন্তর্জাতিক অভিষেক হয় গত মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।

বাংলাদেশ একাদশ : 
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাশ (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী।

শ্রীলঙ্কা একাদশ : 
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, নিরোশান ডিকবেলা (উইকেটকিপার), রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো, প্রবীণ জয়াবিক্রমা।
এএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি