ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বিশ্বকাপ দলে যুক্ত হলেন নুজহাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ২ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে রিজার্ভ হিসাবে বাংলাদেশ দলে উইকেটরক্ষক ব্যাটার নুজহাত তাসনিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

সানজিদা আক্তারের সাথে দ্বিতীয় রিজার্ভ খেলোয়াড় হিসেবে ২৫ বছর বয়সী তাসনিয়াকে নেয়া হয়েছে বলে বিসিবি উল্লেখ করে।

নিগার সুলতানা জোতির নেতৃত্বাধীন দলে পেসার জাহানারা আলমকেও রাখা হয়েছে। এর আগে মালয়েশিয়ায় আইসিসি কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে খেলা দল থেকে বাদ পড়েছিলেন জাহানারা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিলো, শৃঙ্খলাজনিত সমস্যায় তাকে দল থেকে বাদ দেয়া হয়।

বাংলাদেশ দল
নিগার সুলতানা জোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসা: রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, মোসা: শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, শোভনা মোস্তারি, মোসা: ফারিহা ইসলাম তৃষনা, সুরাইয়া আজমীম, সানজিদা আক্তার মাগলা (রিজার্ভ) ও নুজহাত তাসনিয়া (রিজার্ভ)।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি