ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মরুর বুকে পর্দা নামলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থের

ইমরুল সুমন, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ১৯ ডিসেম্বর ২০২২

লুসাইল আইকনিকে স্বল্প সময়ের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো দ্য গ্রেটেস্ট শো অন আথের্র। ফ্রান্স-আর্জেন্টিনার ফাইনাল লড়াইয়ের আগে ১৫ মিনিটের কিছু বেশি সময়ের এ আয়োজনে হলিউড, বলিউডের তারকাদের সঙ্গে আরবের শিল্পীরাও অংশ নেন। 

কাতারের এক যুগ চেষ্টার পর মরুর বুকে প্রথম বিশ্বকাপ। দীর্ঘদিনের আয়োজন আর নানা বিতর্কের পর এক মাসের মহাযজ্ঞের শেষ দেখলো বিশ্ব। ঘড়ির কাটা গড়িয়ে বিদায় বেলা। 

লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের ঘণ্টা দেড়েক আগে সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠান হয়। ছোট অনুষ্ঠান হলেও মঞ্চে বিনোদন জগতের তারকারা। বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।

আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশার কন্ঠে আবারো কাতার বিশ্বকাপের থিম সং। 

অনুষ্ঠানে আরবের শিল্পীদের সাথে হলিউড-বলিউডের গ্ল্যামার। ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলনও চলে। 

এরপরই আসল চমক। শিল্পীদের সঙ্গে মঞ্চে নাচতে নোরা ফাতেহীকে। তার সঙ্গী বালকিস, রহমা রিয়াদ এবং মানাল। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে তাদের নাচ মুগ্ধ করে দর্শকদের। 

ফাইনালের আগে বলিউড-হলিউড হার্টথ্রব দিপিকা পাডুকোন ও স্পেনের বিশ্বকাপ ফুটবল জয়ী দলের অধিনায়ক ইকার ক্যাসিয়াস বিশ্বকাপ ট্রফি নিয়ে লুসাইলের সবুজ গালিচায়।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি