ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মেসি-রোনালদো বিতর্কে ঘি ঢাললো ফিফা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ২১ ডিসেম্বর ২০২২

সর্বকালের সেরা ফুটবলার কে? এ নিয়ে লড়াই চলেছে দীর্ঘ কয়েক দশক ধরে। লড়াইতে একদিকে যেমন রয়েছেন লিওনেল মেসির ভক্তরা, অন্যদিকে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থকরা। 

কাতার বিশ্বকাপের ট্রফি লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জেতার পর অনেক বিশেষজ্ঞর মতে, সেই বিতর্কের অবসান ঘটেছে।

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দল পর্তুগালকে। অন্যদিকে ফাইনালে খেলে বিশ্বকাপের ট্রফি জিততে সমর্থ হয়েছেন লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনা। মেসির হাত ধরেই ৩৬ বছর পর বিশ্বকাপের ট্রফি খরা কেটেছে আর্জেন্টিনার।

এই দুই তারকাই নিজ নিজ মহাদেশের শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিয়েছিলেন নিজ নিজ দেশকে। ফলে বিশ্বকাপের ট্রফি জয়কেই কার্যত মানদণ্ড হিসেবে ধরা হয়েছিলো এই বিতর্কের অবসান ঘটাতে।

তাইতো, কাতার বিশ্বকাপ ছিল দুই তারকার কাছেই তাদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। মেসি বিশ্বকাপের ট্রফি জয়ের পরেও এই দুই তারকার ভক্তদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এখনও চলছে শ্রেষ্ঠত্বের লড়াই।

তবে বিতর্কে এবার জড়িয়ে গেল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নামও।

মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা ফুটবলার, তা নিয়ে বিতর্ক চলছে বছরের পর বছর ধরে। সেই বিতর্কের অবসান ঘটাতে গিয়ে উল্টে তা আরও বাড়িয়ে দিয়েছে ফিফা। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর এই বিতর্ক নিয়ে টুইট করেও তা ডিলিট করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে ফিফা একটি টুইট করে। সেখানে বিশ্বকাপ হাতে মেসির একটি ছবি দেয় তারা। ক্যাপশনে লেখা, ‘‘সর্বকালের সেরা (গ্রেটেস্ট অফ অল টাইম বা GOAT) বিতর্কের অবসান। ফুটবলের সেরা ট্রফিটা এবার ওর ঝুলিতে। উত্তরাধিকার সম্পূর্ণ হয়েছে। আর্জেন্টিনা নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে। মেসি বিশ্বকাপের সেরা ফুটবলার।’’ 

ফিফার এই টুইটেই পরিষ্কার ছিলো, যেহেতু মেসি ও রোনালদো ক্লাবের হয়ে প্রায় সব ট্রফিই জিতেছেন, তাই তাদের মধ্যে কে সেরা- সেটা বিচার করার একমাত্র মাধ্যম বিশ্বকাপ। রোনালদোর হাতে বিশ্বকাপ নেই। কিন্তু মেসি বিশ্বকাপ জিতেছেন। বিশ্বকাপ জিতে রোনালদোকে টেক্কা দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

সেই স্বীকৃতিই মূলত দিয়েছিলো ফিফা। কিন্তু সেই টুইট করার পরেই তা মুছে ফেলে ফিফা। একবার পক্ষ নেওয়ার পরে আবার টুইট মুছে দেওয়াতেই শুরু হয়েছে বিতর্ক। 

তবে কী মেসি-রোনালদোকে নিয়ে চলা বিতর্ক জিইয়ে রাখতে চাইছে ফিফা! সেই কারণে কোনো পক্ষ নিতে চাইছে না তারা। তা না হলে টুইট করে আবার কেন তা মুছে দিলো ফিফা?

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি