ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

কার হাতে উঠবে ব্যালন ডি’অর, জানালেন এই তারকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৪, ২৭ ডিসেম্বর ২০২২

ক্লাব ও জাতীয় দলের হয়ে বছরজুড়ে বিভিন্ন প্রতিযোগীতায় পারফরম্যান্সের ওপর নির্ভর করে ব্যালন ডি’অর দিয়ে থাকে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। এই বিচারে নির্দিষ্ট খেলোয়াড়ের পারফরম্যান্সের পাশাপাশি দলের সফলতার বিষয়েও লক্ষ্য রাখা হয়। যদিও বিশ্বকাপের বছর হিসেবটা আলাদা হয়ে থাকে।

কারণ তখন ক্লাবের পারফরম্যান্স থেকেও বিশ্বকাপকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই যেমন সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপের কথাই ধরা যাক। ফাইনালে শক্তিশালী ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় আসন্ন ব্যালন ডি’অর জয়ী হিসেবে লিওনেল মেসিকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা।

যদিও সৌদি আরবের কাছে হেরেই বিশ্বকাপ মিশন শুরু করে আর্জেন্টিনা। তাতে অনুমিতভাবেই লা আলবিসেলেস্তেদের মনোবলে বড় ধরনের চিড় ধরে। তবে মেসির দৃঢ়তায় দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাতিন পরাশক্তিরা। বাকি ছয় ম্যাচে টানা জয় তুলে নিয়ে শ্রেষ্ঠত্বের জয়গান গেয়েই দেশে ফিরেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

টুর্নামেন্টে মোট সাত ম্যাচ খেলে সমান সংখ্যক গোল করেন মেসি। এছাড়া অ্যাসিস্ট করেন তিনটি। জিতেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। 

তাইতো, বাকিদের মতো রবার্তো লেভানডোস্কিও বিশ্বাস করেন, আরও একবার ব্যালন ডি’অর উঠবে পিএসজি ফরোয়ার্ডের হাতেই।

সম্প্রতি এক স্প্যানিশ প্রচারমাধ্যমকে বার্সেলোনা স্ট্রাইকার বলেন, ‘বিশ্বকাপই নির্ধারণ করতে যাচ্ছে এই মৌসুমে ব্যালন ডি’অর কে জিতবে। এই তালিকায় নিশ্চিতভাবেই মেসি সবার ওপরে থাকবে। কারণ সে এমন কিছু অর্জন করেছে, যেটা অনন্য। এখন সে এটা উপভোগ করতেই পারে।’

বিশ্বকাপের ম্যাচে দু’জনের মধ্যে হওয়া ট্যাকল নিয়েও কথা বলেছেন লেভা, ‘বিশ্বকাপ জিতে মেসি তার দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ করেছে। আমি জানি কি ভয়ানক চাপের মধ্যদিয়ে সে এতো বছর খেলে আসছে। ওই ঘটনা (বিশ্বকাপের ট্যাকল) নিয়ে তার সঙ্গে আমার অনেক কথাই হয়েছে। তবে এখন সব বলতে চাচ্ছি না। তবে সেসবই যে ইতিবাচক ছিল, তা বিশ্বাস করতে পারেন।’

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি