ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় টাইগাররা

আকাশ উজ্জামান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ২০ মার্চ ২০২৩

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে উজ্জীবিত বাংলাদেশ। প্রথম ওয়ানডের দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাসে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাগিয়ে নিতে মরিয়া টাইগাররা। এদিকে, ভুল থেকে শিক্ষা নিয়ে সিরিজে টিকে থাকতে ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না আইরিশরা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সোমবার দুপুর ২টায়। আকাশ উজ্জামানের রিপোর্ট; জানাচ্ছেন- আশরাফ শুভ।

ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারানোর পর হোয়াইটওয়াশ এড়ানো জয়; এরপর টি-টোয়েন্টিতে সফরকারীদের বাংলাওয়াশ। পাহাড়সম আত্মবিশ্বাস নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আসে রেকর্ডগড়া জয়। এমনও অনুপ্রেরণায় আইরিশদের বিপক্ষে আগেভাগেই সিরিজ জিততে চায় স্বাগতিকরা।

বছরের শেষ দিকে প্রতিবেশি দেশ ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। যেখানে মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। এই কন্ডিশনে তাই প্রতিটি ম্যাচই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে টাইগাররা। 

দল জিতলেও ব্যাট হাতে আলো ছড়াতে পারছেন না দলপতি তামিম। প্রথম ম্যাচের পরদিন সবাই হোটেলে কাটালেও কোচের তালিম নিয়ে ইনডোরে অনুশীলন করেন তামিম। দীর্ষ রানখরা কাটানোর মঞ্চ হিসেবে এই ম্যাচকেই বেছে নিতে পারেন দেশসেরা ওপেনার।

এদিকে,  প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে আয়ারল্যান্ড। সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই সফরকারীদের। আগের ম্যাচের ভুল শুধরে এবার তাই জিততে মরিয়া আইরিশরা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি